এগিয়ে আসার আহ্বান মেননের, ডেঙ্গু নিয়ন্ত্রণে থাকবে বলে আশা মেয়রের
৪ আগস্ট ২০১৯ ১৭:১৯
ঢাকা: ডেঙ্গু সমস্যাকে অস্বীকার করে নয়, বরং সমস্যাকে স্বীকার করে নিয়ে ডেঙ্গু মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন। আর আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা ডেঙ্গু নিয়ন্ত্রণে থাকবে বলে আশা করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
রোববার (৪ আগস্ট) সকালে রাজধানীর চামেলীবাগের শান্তিনগর মোড়ে এডিস মশা প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের চলমান কর্মসূচিতে এসব কথা বলেন তারা। সচেতনতা বৃদ্ধির কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আজকের এই কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির উদ্বোধন ঘোষণার পর সিটি করপোরেশনের কর্মীরা ফগার মেশিন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার জিনিসপত্র দিয়ে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেয়।
অনুষ্ঠানে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেন, ‘ডেঙ্গু মরণঘাতি ব্যাধি নয়। কিন্তু ডেঙ্গু আজ আমাদের সবার আতঙ্কের কারণ হয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নাই। এটা ঠিক যে আমরা সময়মতো ব্যবস্থা নিতে পারি নাই এবং এটাও দুঃখজনক যে, সমস্যাটি অস্বীকার করে এসেছে আমাদের বিজ্ঞ সমাজ। আমার কথা হচ্ছে সমস্যাকে অস্বীকার করে নয়, সমস্যাকে স্বীকার করে নিয়েই আমাদের ডেঙ্গু মোকাবিলায় এগিয়ে আসতে হবে।’
‘মাননীয় প্রধানমন্ত্রী অসুস্থ অবস্থায় থেকেও লন্ডন থেকে তিনি নির্দেশ দিয়েছেন এবং আমি আশা করবো, সবাই মিলে যে উদ্যোগ নিয়েছি তাতে এই ঢাকা মহানগর ডেঙ্গুমক্ত হবে এবং আগামী দিনে এই ডেঙ্গুর প্রার্দুভাব ঘটবে না’, বলেন মেনন।
এসময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, ‘ডেঙ্গু মোকাবিলার জন্য নগর কর্তৃপক্ষ তথা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আগামী সেপ্টেম্বরের পহেলা সপ্তাহকে সামনে রেখে এবং লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ডেঙ্গু মোকাবিলায় দিনরাত কাজ করে চলেছে। আজকে এখানে উপস্থিত সাংবাদিকদের বলতে চাই, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায়, জনগণের গণসচেতনতা আজ জন জাগরণে পরিণত হতে চলেছে।’
তিনি আরও বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র হিসাবে আশা করছি, খুব শিগগিরই, খুব দ্রুত সময়ের মধ্যে নতুন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিনে দিনে কমে আসবে। আল্লাহ যদি মেহেরবানি করেন, আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা ডেঙ্গু নিয়ন্ত্রণে থাকবে।’
দক্ষিণের মেয়র আশা প্রকাশ করে আরও বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় জাতি আজ ঐক্যবদ্ধ। সরকারের সব সংস্থা জানপ্রাণ দিয়ে কাজ করে চলেছে। ইনশাল্লাহ, আপনারা অতি শিগগিরই নতুন আক্রান্তদের সংখ্যা দ্রুত গতিতে কমে আসতে দেখবেন।’
অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কার্যনির্বাহী সদস্য মির্জা আজম, এস এম কামাল হোসেনসহ মহানগর দক্ষিণের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।