Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি মহামারি নয়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা


৫ আগস্ট ২০১৯ ২০:০০

ঢাকা: বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি মহামারি নয় বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বাংলাদেশ প্রতিনিধি ডা. বর্ধন জং রানা। সোমবার (৫ আগস্ট) বিকেলে নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ তথ্য জানান।

ডা. বর্ধন জং রানা বলেন, ‘ডেঙ্গু সবদেশেই একই প্রকৃতির হয়। এটিকে মহামারি বলা যাবে না। তবে এটি অন্য বছরের তুলনায় কিছুটা বেশি।’ এ সময় তিনি ডেঙ্গু মোকাবিলায় সিটি করপোরেশনকে বেশ কিছু পরামর্শও দেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ প্রতিনিধি আরও বলেন, ‘ডেঙ্গু মোকাবিলায় এরইমধ্যে সিটি করপোরেশন কাজ করেছে। সিটি করপোরেশনের সার্বিক কার্যক্রম সন্তোষজনক। তবে আমাদের আরও কাজ করার আছে। বিশেষ করে এডিস মশার লার্ভা যতক্ষণ থাকবে ততক্ষণ তা ধ্বংসের জন্য কাজ করতে হবে।’

বর্ধন জং বলেন, ‘বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। এভাবে অন্য জায়গাতেও মানুষজন আক্রান্ত হয়। বলা যায়, ডেঙ্গুর প্রাদুর্ভাব একই রকমের হয়। তবে এটিকে মহামারি বলা যাবে না।’

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, ‘আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে বেশকিছু পরামর্শ পেয়েছি। সে হিসেবে ডেঙ্গু মোকাবিলায় আমরা আরও বেশি কাজ করব। আমরা নতুন কিছু ওষুধের নমুনা সংগ্রহ করেছি। মঙ্গলবার (৬ আগস্ট) নতুন একটি ওষুধের ফিল্ড টেস্ট করা হবে। কার্যকরী হলে ওষুধ আমদানি করা হবে।’

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শরীফসহ অন্যরা।

টপ নিউজ ডিএসসিসি ডেঙ্গু মেয়র সাঈদ খোকন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর