Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘উন্নয়নের মাধ্যমে মানুষের পাশে থাকতে চাই’


৭ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৩৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ তারাব পৌর মেয়র হিসেবে দায়িত্ব পালনের দুই বছর পার করলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি হাসিনা গাজী। ইতোমধ্যে নাগরিক সমস্যা সমাধানে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করেছেন। বাকিটা সময় জনগণের পাশে তিনি থাকতে চান। পৌর উন্নয়নে রাখতে চান অগ্রণী ভূমিকা। ডিজিটাল বাংলার অংশ হিসেবে পৌর এলাকায় আনতে চান ডিজিটাল পরিবর্তন।

মঙ্গলবার পৌরমাতার দায়িত্ব পালনের দুই বছর পূর্তি উপলক্ষে গাজী ভবনে পৌর উন্নয়ন ও ভবিষ্যত পরিকল্পনার নিয়ে কথা বলেন তিনি।

২০১৫ সালে পৌর মেয়র পদে নির্বাচিত হন হাসিনা গাজী। এরপর ২০১৬ সালের ৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে পৌরবাসীর সেবায় কাজ শুরু করেন। নির্বাচনী প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এলাকার বিভিন্ন সমস্যা খুঁজে সমাধানের উদ্যোগ নেন। জলাবদ্ধতা নিরসনে সরকারি খাল উদ্ধার ও পুনঃখনন করা হয়। দায়িত্বের পরপরই মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নেন। সমাজে শিক্ষা বিস্তার ও বাল্যবিবাহ রোধে কঠোর অবস্থানে ভূমিকা রাখেন।

ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে হাসিনা গাজী জানান, পৌর উন্নয়নের মাধ্যমে জনগণের মাঝে তিনি জায়গা করে নিতে চান। পৌরসভার উন্নয়নের মাধ্যমে জনগণ তাকে মনে রাখবে। সেই প্রত্যাশায় তিনি জনগণের সেবকের দায়িত্ব নিয়েছেন। উন্নয়নের জন্য সরকারি বা বিরোধী দল প্রয়োজন হয় না। যোগ্যতা ও অভিজ্ঞতা থাকলে ভালো কাজ করা সম্ভব। আর কাজের মাধ্যমে ভবিষ্যতে পৌরবাসী তাকে স্মরণ রাখবেন বলে দাবি করেন তিনি।

পৌরসভার নিজস্ব অ্যাম্বুলেন্স চালু,কমিউনিটি সেন্টার নির্মাণ, পৌরবাসীকে অনলাইনের আওতায় আনা, পৌর পরিষদের মাসিক সভা টেলি কনফারেন্সের মাধ্যমে জনগণকে অবহিত ও জবাবদিহিমূলক পৌরসভা গড়ে তোলার বিষয়ে আশ্বাস দেন।

বিজ্ঞাপন

পৌর মাতা ও নাগরিক সেতুবন্ধন বিষয়ে তিনি বলেন, পৌর মাতা নয়, নাগরিকদের বন্ধু হতে চাই। সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। আধুনিক পৌরসভা বিনির্মাণে জনগণের কাছ থেকে জানতে এবং শিখতে চাই। আমাদের সেতু হচ্ছে আন্তরিকতার বন্ধন।

পৌর এলাকার ৯টি ওয়ার্ডে কাঁচা সড়ক পাকাকরণ, বেহাল সড়কগুলোর সংস্কার, ব্রিজ-কালভার্ট নির্মাণ এবং ড্রেনেজ নির্মাণ করা হয়েছে। এতে জনগণের যোগাযোগ ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন আনা হয়েছে বলে জানান তিনি।

ভবিষ্যত পরিকল্পনার বিষয়ে তিনি জানান, পৌরসভায় কোনো নির্দিষ্ট ডাম্পিং স্টেশন নেই, এ জন্য ময়লা আর্বজনা ফেলতে সমস্যা হচ্ছে। এ সমস্যা নিরসনের কাজ কাজ চলছে।

তিনি আরও জানান, অডিটোরিয়াম নির্মাণের জন্য ২৩ শতাংশ জমি দান করা হয়েছে। জলাবদ্ধতা কাটাতে পানি সম্পদ মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়েছে।

দুই বছরপূর্তিতে এ পৌরমাতা জানান, তার পৌরসভায় এখন পর্যন্ত প্রায় ৭৫ কোটি টাকার উন্নয়ন কাজ করা হয়েছে। ইতোমধ্যে কর্মজীবী নারীদের জন্য একটি মাদার কেয়ার সেন্টার তৈরি করা হয়েছে। পৌর উন্নয়নে নতুন ৪ টি প্রকল্প অন্তর্ভুক্ত হয়েছে।

এ সময় তিনি নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) সার্বিক সহযোগীতার বিষয় উল্লেখ করে বলেন, তিনি সহযোগিতা না করলে কাজগুলো বাস্তবায়ন সম্ভব হতো না।

 

সারাবাংলা/ এমএইচ/এমএ

তারাব হাসিনা_গাজী

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর