ঢাকার পরে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু মাদারীপুরে
৬ আগস্ট ২০১৯ ১৪:৫৭
দেশজুড়ে ডেঙ্গুজ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ঢাকাসহ সারাদেশ থেকেই প্রতিদিনই ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে ঢাকায়। তবে দেশের অন্যান্য স্থান থেকেও মৃত্যুর খবর আসছে।
ঢাকার পরে সবচেয়ে বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে মাদারীপুর জেলায়। সারাবাংলার কাছে থাকা তথ্য অনুযায়ী, এই জেলায় মোট চারজন ডেঙ্গুরোগে মারা গেছেন।
এর মধ্যে সবশেষ সোমবার (৫ আগস্ট) মাদারীপুর জেলার শিবচরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রিপন হালদার (৩০) নামে একজনের মৃত্যু হয়। এর আগে মাদারীপুরের উত্তর কৃষ্ণনগর এলাকার নাদিরা বেগম (৩০), শিবচর উপজেলার ফারুক খান (২২) ও রাজৈর উপজেলার টেকেরহাট এলাকার শারমিন আক্তার (২২) ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা যান।
জেলার সিভিল সার্জন শফিকুল ইসলাম জানান, মাদারীপুর সদর হাসপাতালসহ চারটি হাসপাতালে এখন পর্যন্ত ৭৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত জেলার মোট চারজন ডেঙ্গুজ্বরে মারা গেছেন।
শুরুতে রাজধানীতে ডেঙ্গু জ্বরের প্রকোপ দেখা দিলেও মাত্র এক মাসের মধ্যে এই জ্বর ছড়িয়ে যায় সারাদেশে। প্রথম দিকে দেখা গেছে যারা ঢাকা থেকে দেশের অন্যান্য স্থানে গেছেন তারাই আক্রান্ত হয়েছেন। তবে সেই চিত্রও পাল্টেছে। এখন গত কয়েকমাসে ঢাকা আসেননি এমন মানুষও আক্রান্ত হচ্ছেন। এর অর্থ এডিস মশা ছড়িয়ে পড়ছে সারাদেশে।
এখন পর্যন্ত দেশের কিশোরগঞ্জ, দিনাজপুর, গাজীপুর, বরিশাল, পিরোজপুর, কক্সবাজার, হবিগঞ্জ, মাদারীপুর, নোয়াখালী, ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে।
যারা মারা গেছেন তাদের মধ্যে চিকিৎসক, পুলিশ সদস্য যেমন আছেন তেমনি আছে শিশুসহ নানা শ্রেণিপেশার সাধারণ মানুষ।