Saturday 15 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৫ ১০:৪২ | আপডেট: ১৪ আগস্ট ২০২৫ ১৩:০৬

আতাউর জামান বাবু।

রংপুর: রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বাবুকে গ্রেফতার করেছে পুলিশ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার হামলা ও হত্যা চেষ্টার দুটি মামলায় বুধবার দিবাগত রাত সোয়া ২টায় নগরীর ইঞ্জিনিয়ার পাড়ার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে মহানগর কোতোয়ালি থানা পুলিশ।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আতাউর জামান বাবু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে আহত জয়নাল আবেদীন হত্যা চেষ্টা মামলার ১ নম্বর এবং শহিদুল ইসলাম সাগর হত্যার চেষ্টা মামলার ৫ নম্বর আসামি।

সম্প্রতি আতাউর জামান বাবু রংপুর মহানগরীতে ঢুকে স্বেচ্ছাসেবক লীগকে সংগঠিত করার চেষ্টা করছিলেন উল্লেখ করে ওসি জানান, ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে চলে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের উস্কানিমূলক পোস্ট দিয়ে আসছিলেন বাবু।

বিজ্ঞাপন

গোয়েন্দা তথ্য এবং তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার অবস্থান সনাক্ত করার পর গ্রেফতার করা হয়েছে। আদালতে তোলার পর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হতে পারে বলেও জানান ওসি।

রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী জানান, ১৫ আগস্টকে ঘিরে পালিয়ে থাকা আওয়ামী লীগ এবং সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নগরীতে ফিরে এসে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। এরমধ্যে অধিকাংশের নামেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কার হত্যা ও হত্যা চেষ্টার মামলা রয়েছে। কড়া নজরদারিতে পুরো নগরীকে ঘিরে রাখা হয়েছে। দেখামাত্রই তাদের গ্রেফতার করা হবে। তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থানে আছে মহানগর পুলিশ।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর