Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নবম ওয়েজবোর্ডের প্রজ্ঞাপন প্রকাশে স্থিতাবস্থা


৬ আগস্ট ২০১৯ ১৭:৫২ | আপডেট: ৬ আগস্ট ২০১৯ ১৭:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সাংবাদিক ও সংবাদপত্রের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে গঠিত নবম ওয়েজবোর্ডের প্রজ্ঞাপন প্রকাশে দুই মাসের স্থিতাবস্থা দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে অংশিজনদের (নোয়াব) আপত্তি ও সুপারিশ প্রজ্ঞাপনের বিবেচনায় না নেওয়াকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

নিউজ পেপারর্স ওনার্স এসোসিয়েশনের (নোয়াব) করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ইউসুফ আলী। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন ইয়াসমিন বেগম বিথী।

বিজ্ঞাপন

মন্ত্রী পরিষদ সচিব, তথ্য সচিব, শ্রম সচিব ও ওয়েজ বোর্ডের চেয়ারম্যান নিজামুল হককে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

ওয়েজবোর্ডের প্রজ্ঞাপন প্রকাশে স্থগিতাদেশ চেয়ে সোমবার (৬ আগস্ট) হাইকোর্টে রিট দায়ের করে নিউজ পেপারর্স ওনার্স এসোসিয়েশনের (নোয়াব)।

টপ নিউজ নবম ওয়েজবোর্ড হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর