চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার মাঝিরঘাটে দুটি রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৭ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে গুদাম দুটিতে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
এর আগে গত মঙ্গলবার (৬ আগস্ট) রাত ১২ টার দিকে মাঝিরঘাটে নৌ পুলিশ ফাঁড়ির পাশে একটি গুদামে আগুন লাগে। রাতেই ফায়ার সার্ভিসের চারটি গাড়ি গিয়ে আগুন নেভায়।
চট্টগ্রামের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘নারিকেলতলায় ডায়মণ্ড সিমেন্টের অফিসের পাশে দুটি গুদামে সকাল সাড়ে নয়টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’
এদিকে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ফয়জুর রহমান ফারুকী সারাবাংলাকে বলেন, ‘নয় ঘন্টার ব্যবধানে তিনটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনেছে।’