Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বঙ্গমাতা শুধু বঙ্গবন্ধুর জীবন সঙ্গীই না রাজনীতিরও সঙ্গী ছিলেন’


৮ আগস্ট ২০১৯ ১০:৩৭

ঢাকা: বঙ্গমাতা শেখ ফজিলাতু নেছা মুজিবকে ইতিহাসের মহামানবের সঙ্গে তুলনা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গমাতা শুধু বঙ্গবন্ধুর জীবন সঙ্গীই ছিলেন না, তিনি ছিলেন বঙ্গবন্ধুর রাজনীতিরও সঙ্গী ছিলেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানীতে তার কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, আনন্দ ও হাসি কাঁন্নার মধ্য দিয়েই আজকের দিনটি উদযাপন করা হচ্ছে। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব তার পরিবার ও দলকে সামলে নেওয়ার জন্য কাজ করেছেন। তিনি বঙ্গবন্ধুর সকল আন্দোলন সংগ্রামের সহযোগী ছিলেন।

আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আত্মার শান্তি ও দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় আওয়ামী লীগ নেতাদের মধ্যে মতিয়া চৌধুরী, মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মির্জা আজম, এস এম কামাল হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

জীবনসঙ্গী বঙ্গবন্ধু বঙ্গমাতা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর