ফতুল্লায় শিশু ধর্ষণ: মসজিদের ইমাম ৫ দিনের রিমান্ডে
৯ আগস্ট ২০১৯ ০৮:৪৭
নারায়ণগঞ্জ: ঝাড়ফুঁক ও পড়া পানি দেওয়ার কথা বলে আট বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ফতুল্লার বায়তুল হাফেজ জামে মসজিদের ইমাম ফজলুর রহমানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে হাজির করা হয় ফজলুরকে। নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় তার সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন- ঝাড়ফুঁকের কথা বলে শিশু ধর্ষণ, ইমাম আটক
একই মামলায় আরও পাঁচ আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য আদালত অনুমতি দেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ কোর্ট পরিদর্শক আব্দুল হাই।
এর আগে, বুধবার (৭ আগস্ট) নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁনমারী এনায়েতনগর এলাকায় ৮ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার উদ্দেশ্যে অপহরণের চেষ্টার অভিযোগে ফজলুর সহ ছয় জনকে গ্রেফতার করে র্যাব-১১। পরে বুধবার সন্ধ্যায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে ফতুল্লা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।