রংপুরে বেড়েই চলেছে ডেঙ্গু রোগী
৯ আগস্ট ২০১৯ ১৩:০৪
ঈদে রংপুর অঞ্চলের জেলা গুলোতে আসছে লাখো মানুষ। সেই সাথে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। হাসপাতালে চিকিৎসাধিন রোগীর সংখ্যা এখন ১০০ জনে দাঁড়িয়েছে।
এর মধ্যে পুরুষ রোগী ভর্তি হয়েছেন ৮১ জন। ডেঙ্গুতে আক্রান্ত মহিলা ১৮ জন ও শিশু ১ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে ২ জন সিসিইউতে আছেন।
আগামী ২/৩ দিনে এ সংখ্যা কয়েকশ ছাড়িয়ে যাবার আশঙ্কা করছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন, রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেতে পারে। সে কারণে হাসপাতালে জরুরি ভিত্তিতে ডেঙ্গু রোগীদের জন্য ডেঙ্গু কর্নার খোলা হয়েছে।