Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিবাদে টুইটার ছাড়লেন অনুরাগ


১১ আগস্ট ২০১৯ ১৪:৫০

টুইটার থেকে নিজেকে গুটিয়ে নিলেন বিখ্যাত বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ। তার বাবা-মাকে ফোনে এবং মেয়েকে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের প্রতিবাদে টুইটার ছাড়লেন অনুরাগ। তবে যাবার আগেও তোপ দেগে গেলেন।

শনিবার অনুরাগ অল্প সময়ের মধ্যে দু’টি টুইট করেন। প্রথম টুইটে তিনি লেখেন, ‘যখন আপনার বাবা আর মা-কে লাগাতার ভয় দেখানো হবে, সন্তানকে অনলাইনে হুমকি দেওয়া হবে, আপনাকে বুঝতে হবে আপনি কথা বলুন, এটা কেউ চায় না। ভারতে হিংসার রাজত্ব শুরু হয়েছে। নতুন এই ভারতে সকলকে শুভেচ্ছা।’

বিজ্ঞাপন

এর কিছুক্ষণ পরেই বিদায়ী টুইট করেন অনুরাগ। সেখানে তিনি লেখেন, ‘প্রত্যেককে শুভকামনা জানাই। এটাই আমার শেষ টুইট। কারণ টুইটার ছাড়ছি আমি।নির্ভয়ে মনের কথা যদি বলতেই না পারি, তাহলে কথা না বলাই ভাল। বিদায়।’

সোশ্যাল মিডিয়ায় নিয়মিতভাবে নিজের রাজনৈতিক মত প্রকাশ করতেন অনুরাগ। জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধেও মুখ খুলেছিলেন তিনি। নিজের টুইটে অনুরাগ সরাসরি কারও নাম না করে লিখেছিলেন, ‘১২০ কোটি মানুষের ভাল কীভাবে হবে সেই সিদ্ধান্ত একজন একা নিলেন, এই ঘটনা ভয়ের।’এরপরেই শুরু হয় তাকে ট্রল করা, আসতে থাকে নানা ধরণের হুমকি। যার জেরে একপ্রকার বাধ্য হয়েই টুইটার ছাড়ার সিদ্ধান্ত নিলেন ‘গুলাল’, ‘দেব ডি’, ‘সেক্রেড গেমস’ খ্যাত এই পরিচালক।

অনুরাগ কাশ্যপ টুইটার বলিউড হুমকি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর