Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ানমারে ভূমি ধসে নিহত ৫১


১২ আগস্ট ২০১৯ ১০:৫২ | আপডেট: ১২ আগস্ট ২০১৯ ১৩:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৌসুমি বৃষ্টিপাতে সৃষ্টি হওয়া ভূমি ধসে মিয়ানমারের মন প্রদেশে ৫১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস বিভাগ।

চীনের সিনহুয়া নিউজকে একজন ফায়ার সার্ভিস কর্মকতা জানান, থার্মাল ইমাজিং ক্যামেরা (টিইসি) ব্যবহার করে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

একটানা কয়েক দিনের ভারী বৃষ্টিপাতে মিয়ানমারের মা-লাত পাহাতে এই ভূমি ধসের সৃষ্টি হয়। এত অনেক বাড়ি-ঘর ও যানবাহন মাটির নিচে চাপা পড়ে।

দেশটির পাওয়াং, মাওলামাইন, মুডন, থানবায়জায়াত, কাইকমারাও এবং য়ে শহর প্লাবিত হওয়ায় ওই সব এলাকার স্কুল কলেজগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

নিহত ৫১ ভূমি ধস মিয়ানমার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর