Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানুষের মনে ঈদ আনন্দ নেই: মোশাররফ


১২ আগস্ট ২০১৯ ১৫:২৪

ঢাকা: সরকারের অব্যবস্থাপনা ও ব্যর্থতার কারণেই মানুষের মনে ‘ঈদের আনন্দ নেই’ বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সোমবার (১২ আগস্ট) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

মোশাররফ হোসেন বলেন, ‘আজকে সারাদেশের বেশিরভাগ এলাকা বন্যা কবলিত, ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে, ডেঙ্গুর কারণে দেশের বেশিরভাগ মানুষ আতঙ্কিত। মানুষের মনে যে ঈদের আনন্দ, সেই ঈদের আনন্দ নেই। বিএনপির পরিবারের মধ্যেও ঈদের আনন্দ নেই।’

বিজ্ঞাপন

‘আমরা বলতে চাই, সরকারের অদক্ষতা, তাদের ব্যর্থতা, তাদের উদাসীনতার কারণে আজকে দেশের মানুষ সঠিকভাবে ঈদ উদযাপন করতে পারছে না’— বলেন তিনি।

খালেদা জিয়াকে ‘অন্যায়ভাবে’ কারাবন্দি করে রাখা হয়েছে অভিযোগ করে মোশাররফ বলেন, ‘আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে স্বাধীনতা ঘোষক আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে এসেছি। যেহেতু আমাদের নেত্রী আমাদের পাশে নেই। অন্যায়ভাবে আমাদের নেত্রীকে কারাগারে রাখা হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা মনে করি, দেশে এ জনগণের সরকার নেই বলে জনগণের প্রতি এই সরকারের দায়বদ্ধতাও নেই। আর সে কারণেই সবক্ষেত্রে অব্যবস্থা ও নৈরাজ্য চলছে। এই নৈরাজ্য-অব্যবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে দেশে একটি গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠা। দেশে গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হলে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করতে হবে।’

ট্রেনে সিডিউল বিপর্য্য় ও মহাসড়ক-সড়কে ব্যাপক যানজট সৃষ্টির পেছনে সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করে খন্দকার মোশাররফ বলেন, ‘সব ক্ষেত্রেই সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে।’

বিজ্ঞাপন

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব হাবিবউন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন, শফিউল বারী বাবু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, নবী উল্লাহ, সালাহউদ্দিন ভুঁইয়া শিঁশির, শায়রুল কবির খানসহ প্রমুখ।

ঈদের আনন্দ গণতন্ত্র ড. খন্দকার মোশাররফ হোসেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর