Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু


১২ আগস্ট ২০১৯ ২১:৪১ | আপডেট: ১৪ আগস্ট ২০১৯ ০৯:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মালেক নামের এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

সোমবার (১২ আগস্ট) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত আব্দুল মালেক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বহরম হাউসনগর মহল্লার গোলাম নবীর ছেলে। ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন মালেক।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, মালেক আগেই ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। ঈদের ছুটিতে সে বাড়ি ফিরে সোমবার ভোর পাঁচটার দিকে রামেক হাসপাতালে ভর্তি হন। কিন্ত তার অবস্থা গুরুতর হওয়ায় ভর্তির পরই তাকে আইসিইউতে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মালেক মারা যায়।

বিজ্ঞাপন

এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২৫ জন রোগী ভর্তি হয়েছে। ছাড়া পেয়েছেন ২৮ জন। এ পর্যন্ত চিকিৎসা পেয়েছেন মোট ৩৪৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৩৯ জন।

সারাবাংলা/এসএস/একে

ডেঙ্গু রোগী রামেক হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর