সংগঠনবিরোধী কাজ করায় ৫০নং ওয়ার্ড যুবলীগের কমিটি স্থগিত
১৪ আগস্ট ২০১৯ ২১:৩৫
ঢাকা: সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকায় ঢাকা মহানগর দক্ষিণের ৫০নং ওয়ার্ড যুবলীগের সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের দফতর সম্পাদক এমদাদুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার বিকেলে কাকরাইল অফিসে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকায় ৫০নং ওয়ার্ড যুবলীগের সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়।
একইসঙ্গে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০ ও ৩১ নং ওয়ার্ড যুবলীগ বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঘোষিত বিভিন্ন কর্মসূচিতে নিস্ক্রিয়তার কারণে বিলুপ্তি করার জন্য দলের চেয়ারম্যানও সাধারণ সম্পাদকের নিকট সুপারিশ করা হয়েছে।
সভাটি পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা। এতে বক্তব্য রাখেন- সহ সভাপতি মাইনুদ্দিন রানা, সোহরাব হোসেন স্বপন, সরোয়ার হোসেন মনা, আনোয়ার ইকবাল সান্টু, আলী আজগর বাবুল, কামাল উদ্দিন খান, যুগ্ম সম্পাদক জাফর আহমেদ রানা, সাংগঠনিক সম্পাদক গাজী সরোয়ার হোসেন বাবুসহ প্রমুখ।