Wednesday 07 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা


৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:৪৯ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:৫০

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: ২০১৮ সালের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ২ এপ্রিল থেকে। শেষ হবে ১৩ মে। তবে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১৪ মে। শেষ হবে ৩০ মে।

বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ পরীক্ষার সূচি অনুমোদন করে তা প্রকাশ করেছে।

প্রসঙ্গত, বেশ কয়েক বছর ধরে ১ এপ্রিল সারাদেশে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। তবে এবার ১ এপ্রিল ইস্টার সানডের ছুটি থাকায় ২ এপ্রিল থেকে এ পরীক্ষা শুরু হচ্ছে।

মাউশির বিজ্ঞপ্তি অনুযায়ি এবারও শুরুতে বহুনির্বাচনী (এমসিকিউ) অংশ এবং পরে রচনামূলক অংশের পরীক্ষা হবে। ৩০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় আড়াই ঘণ্টা। সব পরীক্ষার্থকে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার হলে গিয়ে নিজ আসনে বসতে হবে।

সারাবাংলা/এমএস/এমআই

পরীক্ষার সূচি