জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) সকালে উপজেলার ডাংধরা ইউনিয়নের ভারত সীমান্তবর্তী গ্রাম চেংটিমারীতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, তারা বিলে মাছ ধরতে গিয়েছিলেন।
বজ্রপাতে মারা গেছেন চেংটিমারী গ্রামের পূর্বপাড়ার আনোয়ার ইসলাম ও আল-আমিন মিয়া। তাদের বাবার নাম আব্দুল লতিফ মিয়া।
ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মাসুদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি সারাবাংলাকে জানান, সকালে আনোয়ার ও আল-আমিন বাড়ির পাশে ভারতীয় সীমান্তবর্তী ঝাওলার বিলে জাল দিয়ে মাছ ধরতে গিয়েছিল। বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। দু’জনের শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গিয়েছিল।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মাঈনুল ইসলাম জানান, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।