চট্টগ্রামে ১৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুই
১৬ আগস্ট ২০১৯ ১৯:৩৩
চট্টগ্রাম ব্যুরো: কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রাম নগরীতে আসার পথে আনোয়ারা উপজেলায় দু’জনকে গ্রেফতার করেছে র্যাব। তাদের কাছ থেকে ১৯ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে র্যাব।
শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরি চৌমুহনী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত দু’জন হলো- চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার রেজোয়ান (২০) এবং বান্দরবানের লামা উপজেলার নুরুল বশর (৩২)।
র্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক এএসপি মো. মাশকুর রহমান সারাবাংলাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে নগরী অভিমুখী একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি করা হয়। সেখান থেকে দুই জনকে আটকের পর তাদের হাতব্যাগ থেকে মোট ১৯ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।’
গ্রেফতার দু’জন পেশাদার মাদক বিক্রেতা জানিয়ে এএসপি মাশকুর বলেন, ‘তারা আগেও কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রাম নগরীতে বিক্রি করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ব্যবহার না করে বাঁশখালী-পেকুয়া সড়ক দিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরীতে যায়।’
দু’জনের বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন এএসপি মাশকুর।