Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা মেডিকেলে ব্রাদার্স-প্যাথলজিস্টদের সংঘর্ষ, আহত ২৫


১৮ আগস্ট ২০১৯ ১৩:১৬

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ব্রাদার্স ও প্যাথলজিস্টদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইপক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় প্যাথলজি বিভাগ থেকে  রিপোর্ট সংগ্রহ করার ইস্যুতে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাসপাতালের চারজন ব্রাদার সিভিল পোশাকে রোববার সকালে প্যাথলজি বিভাগে যান। তারা একজন রোগীর রিপোর্ট তাড়াতাড়ি দেওয়ার জন্য সুপারিশ করেন। প্যাথলজি বিভাগ থেকে জানানো হয়, রিপোর্ট দিতে দেরি হবে। রোগীর চাপ আছে, অপেক্ষা করতে হবে।

ওই চারজন জানান, তারা হাসপাতালের ব্রাদার। সুতরাং তাড়াতাড়ি রিপোর্টটা দিলে সুবিধা হয়।

এর একপর্যায়ে প্যাথলজিস্ট ও ব্রাদারদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ খবর পেয়ে সেখানে আসেন প্যাথলজি বিভাগের প্রধান ডা. আবদুল আজিজ খান। সেখানে আবদুল আজিজ খান ও সিনিয়র একজন প্যাথলজিস্ট ব্রাদারদের তোপের মুখে পড়েন। এরপর ব্রাদাররা চলে আসেন।

ওই সময়ে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও কিছুক্ষণ পর হাসপাতালের ব্রাদাররা মিছিল নিয়ে প্যাথলজি বিভাগে যান। প্যাথলজিস্টরা সংঘবদ্ধ হয়ে ব্রাদারদের প্রতিহত করার চেষ্টা করলে সেখানে আবার সংঘর্ষ শুরু হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর