বাড়তি ভাড়ার বিরুদ্ধে অভিযান, ৫ বাসকে জরিমানা
১৮ আগস্ট ২০১৯ ২০:২০
চট্টগ্রাম ব্যুরো: অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে আন্তঃজেলার বিভিন্ন রুটের তিন কোম্পানির ৪টি বাসকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ফিটনেস না থাকায় চট্টগ্রাম নগরীতে চলাচলরত একটি বাসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৮ আগস্ট) চট্টগ্রাম নগরীর কর্নেলহাট এলাকায় বিভিন্ন রুটের বাসে অভিযান চালান বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক।
অভিযানে সোনাপুর থেকে চট্টগ্রাম রুটের বাঁধন পরিবহনের ২টি বাসকে ২০ হাজার করে ৪০ হাজার, মজু চৌধুরীর ঘাট থেকে চট্টগ্রামগামী শাহী এক্সপ্রেসের ১টি ও কুমিল্লার দাউদকান্দি থেকে চট্টগ্রামগামী দাউদকান্দি এক্সপ্রেসের একটি বাসকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চট্টগ্রাম নগরীর ১০ নম্বর রুটের ফিটনেসবিহীন একটি বাসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক জানান, ঈদুল আজহার বন্ধ শেষেও নির্ধারিত ভাড়ার চেয়ে রুটভেদে ১০০ টাকা থেকে ৩০০ টাকা বাড়তি নিচ্ছিল পরিবহন কোম্পানিগুলো। যাত্রীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। সত্যতা পেয়ে তাদের জরিমানা করা হয়েছে।