Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ঢাকায়


১৯ আগস্ট ২০১৯ ২১:৪৪

ঢাকা: তিন দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সোমবার (১৯ আগস্ট) রাতে তিনি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে এটি তার প্রথম দ্বিপক্ষীয় সফর।

এ সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন তাকে স্বাগত জানান। আবদুল মোমেন বলেন, জয়শঙ্কর আমাদের ঘনিষ্ঠতম বন্ধু। তিনি আরও আগে ঢাকায় আসতেন, তবে নানা কাজ থাকায় আসা হয়ে ওঠেনি। এবার তিনি ঢাকায় এলেন। আমাদের প্রত্যাশা অনেক, আগামীকাল বৈঠকে আমরা সেসব নিয়ে আলোচনা করবো।

এর আগে ২০১৭ সালেও দুই দিনের সফরে ঢাকা এসেছিলেন সুব্রামানিয়াম জয়শঙ্কর। তবে ওই সময় তিনি ভারতের পররাষ্ট্র সচিবের দায়িত্বে ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া ঢাকা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের একাধিক প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করবেন জয়শঙ্কর।

ড. এ কে আবদুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভারতের আমন্ত্রণে নয়া দিল্লিতে গত জানুয়ারিতে প্রথম বিদেশ সফর করেন। এর আগে, ২০১৪ সালে সুষমা স্বরাজ ভারতের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর ওই বছরের ২৫ জুন প্রথম বিদেশ সফরে ঢাকায় এসেছিলেন।

এর আগে: রাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর