Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নবম ওয়েজবোর্ড: হাইকোর্টের আদেশ স্থগিত, গেজেট প্রকাশে বাধা নেই


২০ আগস্ট ২০১৯ ১০:৩০

ঢাকা: সাংবাদিক ও সংবাদপত্রের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে গঠিত নবম ওয়েজবোর্ড নিয়ে হাইকোর্টের আদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে এই ওয়েজবোর্ডের চূড়ান্ত গেজেট প্রকাশে আর কোনো বাধা থাকল না।

মঙ্গলবার (২০ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন।

এর আগে সোমবার (১৯ আগস্ট) নবম ওয়েজবোর্ডের চূড়ান্ত গেজেট প্রকাশে স্থিতিবস্থা জারি করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষ হয়। পরে এ বিষয়ে আদেশের জন্য মঙ্গলবার দিন ঠিক করেন আপিল বিভাগ।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপারর্স ওনার্স এসোসিয়েশনের (নোয়াব) পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ।

পরে এ এফ হাসান আরিফ সাংবাদিকদের বলেন, ‘আজকের আদেশটি সাংবাদিকদের জন্য সুখবর বলা যেতে পারে। আমরা (নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশনের) চেয়েছিলাম, আমাদের সাথে আলাপ-আলোচনা করে যেন বোর্ড সিদ্ধান্ত নেয়। আইনেই আছে। আমরা এই স্পেসটুকু চেয়েছিলাম। সোমবার আদালতের মনোভাব ছিল, শ্রম বিধির ১২৮ অনুযায়ী অংশীজনদের সাথে আলোচনা করে যেন বোর্ড সিদ্ধান্ত নেয়। আজ শুনানির পর আদালত বললেন যে, ১২৮ অনুযায়ী প্রসিডিউর ফলো করার দরকার নেই।’

এই আইনজীবী আরও বলেন, ‘হাই কোর্টের আদেশটি আট সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছেন। এখন সরকার গেজেট পাবলিশ করতে পারবে। আর রুলটা বহাল থাকছে। অর্থাৎ, ওয়েজ বোর্ডের সিদ্ধান্ত যা তথ্য মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়েছে, তথ্য মন্ত্রণালয় এটাকে চূড়ান্ত করার জন্য যে পদক্ষেপ নিয়েছিল সে পদক্ষেপ নিতে পারবে। সরকার এখন গেজেট পাবলিস করতে পারবে এবং গেজেট পাবলিশ হলে মজুরি বাস্তবায়নের জন্য এটা আইন হিসেবে গণ্য হবে।’

বিজ্ঞাপন

রুল হিয়রিংয়ে আপিল বিভাগের এই আদেশ কোনো প্রভাব পড়বে কিনা জানতে চাইলে হাসান আরিফ বলেন, ‘রুল শুনানি তো হবে মেরিটের উপরে। আর রুল হেয়ারিংয়ে এর প্রভাব পরবে কি পরবে না সেটা আদালতের ব্যাপার যে আদালত এটাকে কিভাবে নেবেন।’

গত ৮ আগস্ট নবম ওয়েজবোর্ডের চূড়ান্ত গেজেট প্রকাশের ওপর দুই মাসের স্থিতাবস্থা জারি করেছিলেন হাইকোর্ট। পরে এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

এর আগে, গত ৭ আগস্ট সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপারর্স ওনার্স এসোসিয়েশন (নোয়াব) পক্ষে সংগঠনটির প্রেসিডেন্ট ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এ বিষয়ে রিট দায়ের করেন। ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট স্থিতিবস্থা জারি করেন।

নবম ওয়েজবোর্ড হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর