Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে ডেঙ্গুতে ভ্যানচালকের মৃত্যু


২০ আগস্ট ২০১৯ ১৭:১২

রাজবাড়ী: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া গ্রামের সাহেব আলী (৪৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ আগস্ট) দিবাগত গভীর রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মঙ্গলবার (২০ আগস্ট) সকালে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে। সাহেব আলী মাটিপাড়া গ্রামের মনসের আলীর ছেলে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান বুলু সারাবাংলাকে জানান, সোমবার গুরুতর অবস্থায় সাহেব আলী হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

সাহেব আলীর জামাতা জাহাঙ্গীর মোল্লা সারাবাংলাকে জানান, ঈদের আগের তিনি ঢাকায় বেড়াতে গিয়েছিলেন। জ্বরে আক্রান্ত হয়ে ঈদের পরের দিন রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি হন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সোমবার রাতে তার মৃত্যু হয়।

ডেঙ্গু রাজবাড়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর