Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসের নিচে আটকা মোটরসাইকেল, একজনের মৃত্যু


২০ আগস্ট ২০১৯ ১৮:২৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে দেওয়ানহাট ফ্লাইওভারের প্রবেশপথে বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের চালক। দুর্ঘটনার পর বাসের নিচে আটকা পড়া মোটরসাইকেলসহ দু’জনকে ফায়ার সার্ভিসের টিম গিয়ে উদ্ধার করে।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর দেড়টার দিকে নগরীর ডবলমুরিং থানার ধনিয়ালা পাড়া এলাকায় বায়তুশ শরফ মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, মৃত রতন দেবনাথ (৩০) ফেনী জেলার সোনাগাজী উপজেলার চৌমুহনী এলাকার তরুণ কুমার দেবনাথের ছেলে। রতন ঢাকা-চট্টগ্রাম রুটের এস আলম বাসের সুপারভাইজার ছিলেন।

আহত জালাল আহমেদ (২৫) চট্টগ্রাম নগরীর ঈদগাহ বৌবাজার এলাকার নাছির আহমেদের ছেলে। তিনি পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাস্থলে যাওয়া ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘জালাল ও রতন অলংকার মোড় থেকে এসে ডবলমুরিং থানার সামনে ফ্লাইওভারের ওপর দিয়ে এসে ধনিয়ালা পাড়ায় বায়তুশ শরফ মাদ্রাসার সামনে নামছিলেন। বিপরীত দিক থেকে আসা নোয়াখালীগামী বাঁধন পরিবহনের একটি বাসের সঙ্গে তাদের ধাক্কা লাগে। মোটরসাইকেলটি বাসের নিচে আটকে যায়। ফায়ার সার্ভিসের এসে রতনকে মৃত এবং জালালকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে।’

আহত জালাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন এসআই শরীফ। বাসটি আটক করা হলেও চালক-সহকারী পালিয়ে গেছে বলেও তিনি জানিয়েছেন।

বাসচাপায় মৃত্যু মোটরসাইকেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর