জয়পুরহাট: জয়পুরহাটের কালাই উপজেলায় পুকুরে ডুবে মাইশা নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার পূর্ব কৃষ্টপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মাইশা ওই গ্রামের মিজানুর রহমানের মেয়ে।
এলাকাবাসী জানান, বিকেলে বাড়ির পাশে প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলার সময় পুকুরে পড়ে যায় মাইশা। দীর্ঘ সময় দেখতে না পেয়ে তার পরিবারের সদস্যরা মাইশাকে খুঁজতে শুরু করে। হঠাৎ পুকুরে ভাসতে দেখে মাইশাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালাই থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুল মালেক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।