Monday 28 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই বাসের সংঘর্ষ, প্রাণ গেল ৪ জনের


২২ আগস্ট ২০১৯ ১৩:০৫ | আপডেট: ২২ আগস্ট ২০১৯ ১৬:৫১

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে যাত্রীবাহী বাস ও নৈশ কোচের সংঘর্ষে চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৩১ জন। আহতদের ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে । নিহতদের ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ১১টার দিকে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে সালান্দর মণ্ডল পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস রাজু পরিবহন সালান্দর মণ্ডল পাড়া এলাকায় যাত্রী নামানোর সময় পেছন দিক থেকে আসা নৈশ কোচ সোনার বাংলা পরিবহনের বাসে ধাক্কা দেয়।  এতে ঘটনাস্থলেই দু’জন ও হাসপাতালে নেওয়ার পথে একজন ও চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন— ঠাকুরগাঁও শহরের কলেজপাড়া মহল্লার বাস ড্রাইভার বাবুল হোসেন (৪০), পঞ্চগড়ের সদর উপজেলার চাকলা হাট এলাকার কামরুজ্জামান বাবু (৪২), মজিবর রহমান (৫৮) ও ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুণ গ্রামের আবুল কালাম আজাদ (৬৫)। কামরুজ্জামান অগ্রণী ব্যাংক মুন্সীরহাট শাখায় চাকরি করতেন।

আহতদের অনেকের বাড়ি ঠাকুরগাঁও সদর ও পঞ্চগড় সদর উপজেলায়। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন— জবায়দুর ওরফে তোজা, খাদেমুল, মিলন, রওশন আরা, দয়াল, জেসমিন, সাকিব, সিরাজুল, মুরাদ, লৎফর, পদ্ম, পূজা, খাদেমুল, শামীমা, মিনহাজ, তাজরীন, হালিমা, আবুল কালাম আজাদ, সাজনীন, তাপস, জুনায়েত, মহসেনা, পপি, মাসুদা, উজ্জল, মিলন, ফজলুল, সজল, সুজনসহ ৩১ জন ।

দুঘর্টনায় পতিত বাস দু’টি রাস্তায় পড়ে থাকায় মহাসড়কে যোগাযোগ বন্ধ হয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা রাস্তায় পড়ে থাকা বাসগুলো সরিয়ে নিলে যোগাযোগ স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর