বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে সেনাসদস্যের মৃত্যু
২৪ আগস্ট ২০১৯ ১৫:০১
বগুড়া: বগুড়া-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও পাঁচ থেকে ছয় আহত হয়েছেন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
শনিবার (২৪ আগস্ট) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত সেনাসদস্যের নাম আব্দুল আজিজ (৩৬)। তিনি সেনাবাহিনীতে সার্জেন্ট পদে কর্মরত ছিলেন।
হাইওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর থেকে সৌখিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুর যাচ্ছিল। পথে রহবল এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। এসময় ঘটনাস্থলেই বাসের যাত্রী সার্জেন্ট আজিজ মারা যান। আহত হন আরও ছয় জন।
হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের অধীন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। সেখান থেকে সার্জেন্ট আজিজের মরদেহ উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনাকবলিত বাসটিও আটক করা হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।