Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কনসার্টে মৃত্যু: আলজেরিয়ার সংস্কৃতি মন্ত্রী পদত্যাগ করেছেন


২৫ আগস্ট ২০১৯ ১৭:১৭

আলজেরিয়ার সংস্কৃতি মন্ত্রী মেরিয়েম মারদেসি পদত্যাগ করেছেন। রোববার (২৫ আগস্ট) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

এ পদত্যাগের কোন আনুষ্ঠানিক কারণ কেউই জানাতে পারে নি। তবে নাম প্রকাশ না করার শর্তে একজন নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, এ ঘটনা ঐ কনসার্টে মৃত্যুর সাথে সংশ্লিষ্ট।

এর আগে শুক্রবার (২৩ আগস্ট) পুলিশ প্রধান কারা বৌহাদবাকে এই ঘটনায় পদচ্যুত করা হয়। এছাড়াও ঐ কনসার্ট আয়োজক কমিটির প্রধানকেও চাকরিচ্যুত করা হয়।

উল্লেখ করা যায় যে,  আলজেরিয়ার স্থানীয় একটি স্টেডিয়ামে আফ্রিকার দেশগুলোতে তুমুল জনপ্রিয় ফ্রান্স ভিত্তিক র‍্যাপার সুলকিংয়ের একটি কনসার্ট আয়োজন করা হয়। সেই কনসার্টে হাজারো দর্শনার্থী উপস্থিত হয়। পরবর্তীতে পদদলিত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়।

কনসার্টে উপস্থিত সাংবাদকর্মীদের অনেকেই জানিয়েছেন, তারা শুরু থেকেই খেয়াল করছিলেন কিছু একটা সমস্যা। অনেকেই এই দুর্ঘটনার জন্য দূর্বল নিরাপত্তা ব্যবস্থাকে দায়ী করেছেন।

আলজেরিয়া কনসার্ট পদত্যাগ মন্ত্রী মৃত্যু

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর