দুলাভাই হত্যাকাণ্ডে শ্যালকের ফাঁসি
২৫ আগস্ট ২০১৯ ১৮:৩৬
রাজশাহী: রাজশাহী মহানগরীর কাজলায় দুলাভাইকে ছুরিকাঘাতে হত্যা মামলায় শ্যালক ফয়সাল কবির রনির (২৮) বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
রোববার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে আসামির উপস্থিতিতে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এই রায় ঘোষণা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালিয়া থানার ওসি (তদন্ত) বিষয়টি নিশ্চিত করেন।
ওসি বলেন, ২০১৭ সালের ৩ মার্চ মহানগরীর কাজলা কেডি ক্লাবের সামনে পারিবারিক বিরোধের জের ধরে দুলাভাই বিপ্লব হোসেনকে (২৮) ছুরিকাঘাতে হত্যা করে রনি। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন বিপ্লবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, রনি ও বিপ্লব দুই বন্ধু ছিলেন। বন্ধু বিপ্লব প্রেম করে রনির বোন লিজা খাতুনকে বিয়ে করেন। এই বিয়ে তিনি মেনে নিতে না পারায় তাদের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেলে নিজ বাড়ির সামনে বোন জামাই বিপ্লবকে এলোপাথারি ছুরিকাঘাত করে পলিয়ে যায় রনি।
পরে মামলা হয়। সাক্ষ্যপ্রমাণে ঘটনা প্রমাণিত হওয়ায় আদালত রনিকে ফাঁসির আদেশ দেন।