Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহ আমানতে দুর্ঘটনায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান


২৬ আগস্ট ২০১৯ ১২:০৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়েছিল। এতে প্রায় ১৫ মিনিট বিমানবন্দরের রানওয়ের কার্যক্রম বন্ধ থাকে।

সোমবার (২৬ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে এই ঘটনা ঘটেছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার ই আলম সারাবাংলাকে বলেন, ‘বিমানবাহিনীর একটি এয়ারক্রাফট নামার সময় এর চাকা ব্লাস্ট করে। তবে সেটি নিরাপদে অবতরণে সক্ষম হয়েছে। কিন্তু বড়ো ধরনের দুর্ঘটনার সম্ভাবনা থাকায় রানওয়ের কার্যক্রম বন্ধ করা হয়েছিল। ১১টার দিকে রানওয়ে সচল হয়েছে।’

১৫ মিনিট রানওয়ের কার্যক্রম বন্ধ থাকলেও এ সময় বিমান ওঠানামার কোনো শিডিউল না থাকায় তেমন কোনো সংকট হয়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এই কর্মকর্তা।

বিমানবাহিনীর বিমানটিতে নতুন চাকা সংযোজনের পর সেটি তাদের ঘাঁটিতে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

দুর্ঘটনায় বিমানবাহিনীর বিমান শাহ আমানত বিমানবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর