Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড়ি দখলে সহায়তার অভিযোগ, ওয়ারীর উপপুলিশ কমিশনার বরখাস্ত


২৬ আগস্ট ২০১৯ ১৭:৫১

ঢাকা: রাজধানীর নবাবপুরে একজন মুক্তিযোদ্ধার নামে বরাদ্দ হওয়া বাড়ি দখলে ‘ভূমিদস্যু’কে সহায়তার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইব্রাহিম খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ইব্রাহিম খানকে বরখাস্তের আদেশ জারি করা হয়।

আরও পড়ুন- বংশালে বঙ্গবন্ধুর দেওয়া শহীদ বুদ্ধিজীবীর বাড়ি দখলের অভিযোগ

সচিব মোস্তফা কামাল উদ্দিনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২(১) অনুযায়ী সাময়িক বরখাস্ত করা সমীচীন হবে বলে প্রতীয়মান হওয়ায় তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ‘ভূমিদস্যু’ জাবেদ উদ্দিন শেখ ও তার ভাই আবেদ উদ্দিন শেখ রাজধানীর নবাবপুরে একজন মুক্তিযোদ্ধার নামে বরাদ্দ করা বাড়ি দখল এবং এক ব্যবসায়ীর একটি মার্কেট দখল করে নেয় গত বছরের সেপ্টেম্বর মাসে। ওই মার্কেটের ভেতরে ৫ কোটি টাকার মালামাল ছিল, যা লুটপাট হয়ে যায়। পুরো ঘটনায় জাবেদ ও আবেদকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করেন ওই সময় লালবাগের উপপুলিশ কমিশনার হিসেবে কর্মরত ইব্রাহিম খান।

প্রাথমিকভাবে এমন অভিযোগের সত্যতা পাওয়ায় ইব্রাহিম খানকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

উপপুলিশ কমিশনার ওয়ারীর ডিসি ভূমি দখল সাময়িক বরখাস্ত


বিজ্ঞাপন
সর্বশেষ

৩ বছরের কাজ শেষ হয়নি ৬ বছরেও
১১ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৩১

ব্রাজিলকে হারিয়ে প্যারাগুয়ের চমক
১১ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৩০

সম্পর্কিত খবর