Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদালত এলাকা, টিয়ারশেল-লাঠিচার্জ-ধরপাকড়


৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৫৫

সিনিয়র করেসপন্ডেন্ট

২টা ১৫ মিনিট

নিমতলীর নবাব কাটারা এলাকাতেও পুলিশের টিয়ারসেল।

২টা ৫ ‍মিনিট

চানখারপুলের মাজেদ সরদার রোডে বিএনপি কর্মীদের লক্ষ্য করে পুলিশের টিয়ারসেল নিক্ষেপ।

বেলা ২টা

চানখারপুল থেকে সাতজনকে আটক করা হয়েছে। এরা হলেন উত্তরা ইউনিভার্সিটির উবায়দুল্লাহ নাইম, রায়হান,  নেত্রকোনা জেলা ছাত্রদল নেতা মীর মাহাবুবুল হাসান, ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্র ফয়সাল, বঙ্গবন্ধু ল কলেজের আল-আমিন। এছাড়া মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য পপিকে আটক করা হয়েছে। এ সময় তিনি মাটিতে শুয়ে পড়েন। আটকদের প্রিজনভ্যানে তোলা হয়।

 

১টা ৫৭ মিনিট

চানখারপুল মোড়ে মাজেদ সরদার রোডে বিএনপির নেতাকর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করলে সেখানেও পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

১টা ৫৫ মিনিট

বকশীবাজার এলাকায় ১৫ থেকে ২০ রাউন্ড টিয়ারশেল ছুড়ে পুরো এলাকা থেকে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে সরিয়ে দিয়েছে পুলিশ।

১টা ৫০ মিনিট

নাজিম উদ্দিন রোডে লাঠিসোটা নিয়ে ছাত্রলীগের অতর্কিত হামলায় আহত বিএনপির কয়েকজন কর্মী।

১টা ৪৫ মিনিট

বিএনপি চেয়ারপারসন  খালেদা জিয়াকে আদালতে প্রাঙ্গণে নিয়ে যাওয়ার পরপরই বাইরে চানখারপুল  েথেকে বকশীবাজার এলাকায় বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করলে পুলিশ কাদুনে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় লাঠিচার্জও করে পুলিশ।

সারাবাংলা/একে

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর