৩৩০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অস্ত্র কিনছে জাপান
২৮ আগস্ট ২০১৯ ১৯:১০
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৩৩০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অস্ত্র কিনছে জাপান। মঙ্গলবার (২৭ আগস্ট) মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সংস্থা এক বিবৃতিতে জানায় ৭৩টি স্ট্যান্ডার্ড মিসাইল ও এম কে ২৯ জাপানের কাছে বিক্রি করতে সম্মতি দিয়েছে দেশটির সরকার। যার মূল্য প্রায় ৩৩০ কোটি ডলার।
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী এসব ক্ষেপণাস্ত্র মার্কিন দুটি কোম্পানি জাপানকে সরবরাহ করবে। সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়া তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে উন্নত করার ফলে এই অঞ্চলের দেশ দক্ষিণ কোরিয়া ও জাপান নিরাপত্তা হুমকিতে পড়েছে। ফলে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অস্ত্র ক্রয় করতে দেশ দুটি তৎপর হয়েছে।
মার্কিন এজেন্সি জানায়, এসব ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অস্ত্র জাহাজে মোতায়েন করা সম্ভব। উল্লেখ্য, উত্তর কোরিয়া সম্প্রতি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে যা জাপানের ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম।