Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবিতে ভর্তির আবেদন শুরু ৮ সেপ্টেম্বর


২৮ আগস্ট ২০১৯ ২০:২১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ৮ সেপ্টেম্বর। অনলাইনে আগামী ৩০ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

বুধবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয় উপাচার্য কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ভর্তি কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

চবি ভর্তি কমিটির সচিব ও একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস. এম. আকবর হোসাইন বলেন, ‘ভর্তি পরীক্ষা কমিটির সভায় আবেদনের সময়সীমা, আবেদন ফি, ভর্তি পরীক্ষার যোগ্যতা, ভর্তি পরীক্ষার তারিখসহ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এবারের ভর্তি পরীক্ষায় ইউনিট/উপ-ইউনিটে আবেদন ফি গতবারের মতো ৪৭৫ টাকা ও আবেদন প্রসেসিং ফি ৭৫ টাকাসহ সর্বমোট ৫৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

গতবারের মতো এবারও ৬টি ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে ২৭ অক্টোবর ‘বি’ ইউনিট, ২৮ অক্টোবর ‘ডি’ ইউনিট, ২৯ অক্টোবর ‘এ’ ইউনিট, ৩০ অক্টোবর ‘সি’ ইউনিট এবং ৩১ অক্টোবর ‘বি-১’ ও ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

চবি টপ নিউজ ভর্তি পরীক্ষা

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর