জাপায় ‘তেলেসমাতি’
২৮ আগস্ট ২০১৯ ২১:৫০
ঢাকা: প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রংপুর-৩ আসনে জাতীয় পার্টির (জাপা) হয়ে কে লড়বেন, তা নিশ্চিত করতে গঠন করা হয়েছে পার্লামেন্টারি বোর্ড। কিন্তু অভ্যন্তরীণ কোন্দলের কারণে ওই মনোনয়ন বোর্ডে স্থানই হয়নি এরশাদপত্নী দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদের। ফলে তার অনুসারীরা ক্ষুব্ধ হয়েছেন। দলে বর্তমানে চেয়ারম্যানের ভূমিকায় থাকা জিএম কাদের ও মহাসচিব মশিউর রহমান রাঙ্গার সঙ্গেও বিষয়টি নিয়ে ‘ঠাণ্ডা লড়াই’ চলছে রওশনের।
দলীয় সূত্রগুলো বলছে, জিএম কাদেরের চেয়ারম্যান হওয়ার প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই ক্ষোভ রয়েছে রওশনের। তার সেই ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে পার্লামেন্টারি বোর্ডে স্থান না পাওয়ার বিষয়টি। একাধিকবার চেষ্টা করেও চেয়ারম্যান ও মহাসচিব মিলে এই ইস্যুতে রওশনের ক্ষোভ নিরসন করতে ব্যর্থ হয়েছেন।
জাতীয় পার্টির একটি সূত্র জানায়, চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মশিউর রহমান রাঙ্গা গত মঙ্গলবার (২১ আগস্ট) গুলশান ২ নম্বরে রওশন এরশাদের বাসভবনে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। জাতীয় পার্টিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়াসহ রংপুর-৩ আসনের উপনির্বাচন ও ৩১ আগস্ট এরশাদের চল্লিশা অনুষ্ঠান নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সেদিন।
দলীয় সূত্রগুলো বলছে, সেদিনের আলোচনায় রওশন এরশাদের রাগ ও মান-অভিমান ভাঙাতে পারেননি জিএম কাদের ও মশিউর রহমান রাঙ্গা। তাদের শত অনুরোধ সত্ত্বেও রওশন এরশাদ তার অবস্থানে অনড়। জিএম কাদেরের চেয়ারম্যান হওয়ার প্রক্রিয়া তিনি কোনোভাবেই মেনে নিতে পারেননি। বেগম রওশন এরশাদ এখনো মনে করেন, দলের প্রেসিডিয়াম বৈঠকে সর্বসম্মতি নিয়েই চেয়ারম্যান হতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে রওশন এরশাদ ক্ষুব্ধ কণ্ঠে সারাবাংলাকে বলেন, ‘ওরা আমাকে কোথাও রাখে না। কেন রাখে না, তা জানি না।’
পার্লামেন্টারি বোর্ডে রওশনের স্থান না হওয়া সম্পর্কে অবশ্য ব্যাখ্যা দিলেন জাপা মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। তিনি বলেন, ‘স্যারের (এরশাদ) মৃত্যুর পর একদিনের জন্যও বনানী পার্টি অফিসে যাননি বেগম রওশন এরশাদ। আর তিনি অসুস্থও। বনানী পার্টি অফিসে গিয়ে তিন তলা হেঁটে উঠতে পারবেন না। সে কারণে তাকে পার্লামেন্টারি বোর্ডে রাখা হয়নি।’ তবে রওশন এরশাদ চাইলে তাকে এই বোর্ডে যুক্ত করা হবে বলে জানান রাঙ্গা।
এদিকে, রওশন এরশাদ চান, রংপুর-৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি টিকিটে নির্বাচন করবেন সাদ এরশাদ। এ বিষয়ে জানতে চাইলে রওশন বলেন, ইচ্ছা আছে সাদ এরশাদ রংপুর-৩ আসনে জাতীয় পার্টির টিকিট নিয়ে নির্বাচন করবে। সাদ শিগগিরই মনোনয়নপত্র কিনবে।
এরশাদপুত্র সাদ এরশাদের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গেও ইতিবাচক কথা বলেন জাপা মহাসচিব। তিনি বলেন, রংপুর-৩ আসনের উপনির্বাচনে সাদ এরশাদ অংশ নিতে চাইলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। তবে সাদ এরশাদ তো এখনো মনোনয়নপত্রই সংগ্রহ করেননি।
রাঙ্গা ইতিবাচক মনোভাব দেখালেও দলের বিভিন্ন সূত্র বলছে, এই নির্বাচনে সাদ এরশাদের মনোনয়নের বিষয়টি নিশ্চিত নয়। জাপার হাইকমান্ড এই আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেননি। এ ক্ষেত্রেও রওশন এরশাদের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে দলীয় সিদ্ধান্তের।
দলীয় সূত্রে জানা গেছে, রংপুর-৩ আসনের উপনির্বাচনে অংশ নিতে এখন পর্যন্ত তিন জন মনোনয়ন ফরম ক্রয় করেছেন। তারা হলেন- রংপুর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ ইয়াসির, প্রয়াত এরশাদের ভাগ্নি ও জিয়াউদ্দিন বাবলুর স্ত্রী মেহেজীবন নেসা টোম্পা ও দলটির প্রেসিডিয়াম সদস্য ফখরুজজামান জাহাঙ্গির। দলের আরও কয়েকজন নেতা মনোনয়নপত্র কিনতে পারেন, এমন আলোচনা রয়েছে দলের ভেতরে।
জাতীয় পার্টি জি এম কাদের পার্লামেন্টারি বোর্ড মনোনয়ন মশিউর রহমান রাঙ্গাঁ রওশন এরশাদ রংপুর ৩ রংপুর-৩ আসনের উপনির্বাচন সাদ এরশাদ