Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গতির রেকর্ড গড়তে চেয়ে, রেসিং ট্র্যাকেই গেল প্রাণ


২৯ আগস্ট ২০১৯ ০৬:২৬ | আপডেট: ২৯ আগস্ট ২০১৯ ০৬:৩৫

দ্রুতগতির মার্কিন কার রেসার ও টেলিভিশন ব্যক্তিত্ব জেসি কম্ব (৩৯) মারাত্মক গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। রেসিং ট্র্যাকে গতির রেকর্ড গড়তে গিয়ে তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। খবর বিবিসির।

মঙ্গলবার (২৭ আগস্ট)  দক্ষিণ-পূর্ব অরেগনে তার জেট চালিত গাড়িটি নিয়ন্ত্রণ হারালে জেসি কম্ব প্রাণ হারান। তবে এর বেশি দুর্ঘটনার তথ্য প্রকাশ করা হয়নি। পরিবারের বিবৃতিতে কম্বকে সহাস্য ও ইতিবাচক মানসিকতার মানুষ হিসেবে উল্লেখ করা হয়েছে। যে কি না অনেককে সহাস্য ও অনুপ্রেরণা যুগিয়েছেন।

বিজ্ঞাপন

কম্বের টিমমেট টেরি ম্যাডেন ইনস্টাগ্রাম পোস্টে বন্ধুর প্রতি শোক ও ভালোবাসা জানিয়েছেন। তিনি লেখেন, মর্মান্তিক দুর্ঘটনায় আমরা তাকে (কম্বকে) হারিয়েছে। তাকে বাঁচানোর জন্য মানুষ যতটা চেষ্টা করতে পারে তাই করা হয়েছিল।

জেসি কম্ব নর্থ আমেরিকা ঈগল সুপারসনিক স্পিড চ্যালেঞ্জার টিমের সদস্য ছিলেন। তিনি প্রায়শই সবচেয়ে দ্রুত গতির চালক হওয়ার কথা বলতেন। কম্ব ওভারহলিন, অল গার্লস গ্যারাজ ও মিথ বাস্টার টিভি শোতে অংশ নিয়েছেন।

কার রেসিং জেসি কম্ব রেসিং ট্র্যাক