সুস্থ ভারত গঠনে মোদির ‘ফিট ইন্ডিয়া’ আন্দোলন
২৯ আগস্ট ২০১৯ ১২:৫৬
নয়াদিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়াম থেকে ‘ফিট ইন্ডিয়া’ আন্দোলন শুরু করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সুস্থ্ ভারত গঠনের উদ্দেশ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৯ আগস্ট) এই আন্দোলনের উদ্বোধন ঘোষণা করা হয়। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
মন কি বাত হ্যাশট্যাগে এক টুইটার বার্তায় ভারতের সকলকে সুস্থ জীবন যাপনের স্বার্থে ‘ফিট ইন্ডিয়া’ আন্দোলনে যোগ দেওয়ার আহবান জানান নরেন্দ্র মোদি। ভারতের জাতীয় ক্রীড়া দিবস থেকে এই আন্দোলনের শুরু হলো।
এছাড়াও মন কি বাত হ্যাশট্যাগে তিনি তার ভক্ত ভারতীয়দের প্রতি আহবান জানান মহাত্মা গান্ধীর সাথে সংশ্লিষ্ট সকল জায়গা ভ্রমণ করতে হবে। এবং এই ভ্রমণের মাধ্যমে লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে ভারতকে এগিয়ে নিয়ে যেতে হবে। ভারত এগিয়ে যাবে, সুস্থ ভারতকে এগিয়ে যেতেই হবে। আর সুস্থ্ ভারত গঠনে ফিট ইন্ডিয়া আন্দোলনের কোন বিকল্প নেই। ভারতের সকল বয়সী নর নারীকে তিনি স্বপণোদিতভাবে এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য আহবান জানান।