Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাবির উন্নয়ন কার্যক্রমে দুর্নীতি, টিআইবির উদ্বেগ


২৯ আগস্ট ২০১৯ ১৩:২৬

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান উন্নয়ন কার্যক্রমে অনিয়ম-দুর্নীতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একইসঙ্গে দুর্নীতির বিরুদ্ধে শিক্ষক-শিক্ষার্থীদের চলমান আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক শেখ মনজুর-ই-আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সবধরনের উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অপরিহার্য। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওপর সব উন্নয়ন কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া আছে। এক্ষেত্রে ব্যর্থতার পরিপ্রেক্ষিতে জাবি’র উন্নয়ন কার্যক্রমের দুর্নীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন তাদের নৈতিক অধিকার। এক্ষেত্রে তাদের সব জিজ্ঞাসা ও দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যথাযথ উদ্যোগ গ্রহণ না করতে পারা অনভিপ্রেত ও বিব্রতকর।’

তিনি আরও বলেন, ‘ন্যায্য দাবির পক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলন শান্তিপূর্ণ ও ন্যায়সঙ্গতভাবে সমাধানে কর্তৃপক্ষ ব্যর্থ হলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখা কঠিন হয়ে উঠতে পারে। উন্নয়ন কার্যক্রমের বিস্তারিত তথ্য কেন যথাসময়ে উন্মুক্ত করা হয়নি, তা-ও প্রশ্নসাপেক্ষ। ’

ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য হুমকিস্বরূপ গাছ কেটে ফেলা, উন্নয়নের ‘মাস্টার প্ল্যান’ উন্মুক্ত না করা, দরপত্র কার্যক্রমে অনৈতিক হস্তক্ষেপ, ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সাথে উপাচার্যের প্রশ্নবিদ্ধ বৈঠকসহ যেসব গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সংবাদমাধ্যমে উঠে এসেছে- তা বিবেচনায় দুঃখজনক ও বিব্রতকর। ’

বিজ্ঞাপন

গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে দাবি করা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের দাবি অনুযায়ী জীববৈচিত্রের জন্য হুমকিস্বরূপ ‘অপরিকল্পিত উন্নয়ন’ কার্যকম বিষয়ে স্বচ্ছতার ঘাটতি দূরীকরণ ও উত্থাপিত দুর্নীতির বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করতে হবে। একইসঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

আন্দোলন উন্নয়ন কার্যক্রম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টিআইবি দুর্নীতি

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর