জাবির উন্নয়ন কার্যক্রমে দুর্নীতি, টিআইবির উদ্বেগ
২৯ আগস্ট ২০১৯ ১৩:২৬
ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান উন্নয়ন কার্যক্রমে অনিয়ম-দুর্নীতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একইসঙ্গে দুর্নীতির বিরুদ্ধে শিক্ষক-শিক্ষার্থীদের চলমান আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক শেখ মনজুর-ই-আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সবধরনের উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অপরিহার্য। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওপর সব উন্নয়ন কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া আছে। এক্ষেত্রে ব্যর্থতার পরিপ্রেক্ষিতে জাবি’র উন্নয়ন কার্যক্রমের দুর্নীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন তাদের নৈতিক অধিকার। এক্ষেত্রে তাদের সব জিজ্ঞাসা ও দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যথাযথ উদ্যোগ গ্রহণ না করতে পারা অনভিপ্রেত ও বিব্রতকর।’
তিনি আরও বলেন, ‘ন্যায্য দাবির পক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলন শান্তিপূর্ণ ও ন্যায়সঙ্গতভাবে সমাধানে কর্তৃপক্ষ ব্যর্থ হলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখা কঠিন হয়ে উঠতে পারে। উন্নয়ন কার্যক্রমের বিস্তারিত তথ্য কেন যথাসময়ে উন্মুক্ত করা হয়নি, তা-ও প্রশ্নসাপেক্ষ। ’
ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য হুমকিস্বরূপ গাছ কেটে ফেলা, উন্নয়নের ‘মাস্টার প্ল্যান’ উন্মুক্ত না করা, দরপত্র কার্যক্রমে অনৈতিক হস্তক্ষেপ, ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সাথে উপাচার্যের প্রশ্নবিদ্ধ বৈঠকসহ যেসব গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সংবাদমাধ্যমে উঠে এসেছে- তা বিবেচনায় দুঃখজনক ও বিব্রতকর। ’
গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে দাবি করা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের দাবি অনুযায়ী জীববৈচিত্রের জন্য হুমকিস্বরূপ ‘অপরিকল্পিত উন্নয়ন’ কার্যকম বিষয়ে স্বচ্ছতার ঘাটতি দূরীকরণ ও উত্থাপিত দুর্নীতির বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করতে হবে। একইসঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
আন্দোলন উন্নয়ন কার্যক্রম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টিআইবি দুর্নীতি