Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়াবা উদ্ধার, বাবা-ছেলেসহ গ্রেফতার ৩


৩০ আগস্ট ২০১৯ ২২:৫৪

ঢাকা: রাজধানীর শ্যামলীতে ১৫ হাজার ৩৭৫ পিস ইয়াবাসহ বাবা-ছেলে এবং তাদের অপর এক সহযোগীকে গ্রেফতার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে তাদের গ্রেফতার করার তথ্যটি সারাবাংলাকে নিশ্চিত করেছেন শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামলীর ৩ নম্বর রোডের ৩৩ নম্বর বাসায় অভিযান চালানো হয়। এসময়
আয়নাল হেসেন (৪৭), তার ছেলে ইব্রাহীম সাগর (২২) ও তাদের সহযোগী রাসেলকে (২৫) ইয়াবাসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘গ্রেফতার আয়নাল হোসেনের কাছ থেকে ৮ হাজার পিস, ছেলে ইব্রাহীম সাগরের কাছ থেকে ২ হাজার ১৭৫ পিস ও রাসেলের কাছ থেকে ৫ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের সবার গ্রামের বাড়ি যশোর জেলায়।’ যশোরের শার্শা থানায় গ্রেফতারকৃত আয়নালের বিরুদ্ধে ৮টি মাদকের মামলা রয়েছে বলেও জানান তিনি।

ইয়াবা বাবা-ছেলে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর