Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মামলার আবেদন করে তাহেরী সমর্থকদের ‘রোষানলে’ আইনজীবী


২ সেপ্টেম্বর ২০১৯ ২০:৫৯

ঢাকা: মামলা দায়েরের আবেদন করে তাহেরীর সমর্থকদের রোষানলে পড়েছেন বলে জানিয়েছেন ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী সদস্য মো. ইব্রাহিম খলিল।

সোমবার (২ সেপ্টেম্বর) কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। জিডি নম্বর: ৭৮।

ইব্রাহিম খলিল উল্লেখ করেছেন, গতকাল (১ সেপ্টেম্বর) ইমামী বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা মুফতি মোহাম্মদ গিয়াস উদ্দিন তাহেরীর বিরুদ্ধে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল আদালতে পিটিশন করেন তিনি। আজ সকাল ১০টা থেকে তাহেরীর সমর্থকরা তার ফেসবুক ওয়ালে আজে-বাজে মন্তব্য করতে থাকে। দুপুর পৌনে ১টার দিক থেকে ইব্রাহিম খলিল আর তার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করতে পারছেন না। তিনি ধারণা করছেন, তাহেরী সমর্থকরা তার অ্যাকাউন্ট হ্যাক করেছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে ইব্রাহিম খলিল সারাবাংলাকে বলেন, আমি জিডি করেছি। ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকের বিষয়টি আদালতকেও জানিয়েছি।

ওয়াজ মাহফিলে অশ্লীল কথা ও অশ্লীল ভঙ্গি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ এনে ইমামী বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা মুফতি মোহাম্মদ গিয়াস উদ্দিন তাহেরীর বিরুদ্ধে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল আদালতে পিটিশন করেন ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী সদস্য মো. ইব্রাহিম খলিল।

আবেদনটি আদালত শুনবেন কি না সে বিষয়ে আদেশ দিতে সময় নেন আদালত।

তাহেরী

বিজ্ঞাপন
সর্বশেষ

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর