Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌকায় আগুন: ক্যালিফোর্নিয়ায় ২৫ জনের মৃত্যু


৩ সেপ্টেম্বর ২০১৯ ১৬:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণ উপকূলে সান্তা ক্রুজ দ্বীপে শখের স্কুবা ড্রাইভারদের একটি নৌকায় আগুন ধরে ২৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও নয় জন।

সোমবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

কোস্টগার্ডের মুখপাত্র লেফটেন্যান্ট কমোডর ম্যাথিউ ক্রল এপিকে জানিয়েছেন, ২৫ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। আরও কয়েকজন পার্শ্ববর্তী আরেকটি নৌকায় ঝাপ দিয়ে বেঁচে গেছে।

উদ্ধারকারীরা প্রথমে ঘটনাস্থলের ৯০ মাইল উত্তরপূর্ব থেকে চার জনের মৃতদেহ খুঁজে পেয়েছিল। পরে আরও ১৬ জনের মৃতদেহ খুঁজে পায়।

বিজ্ঞাপন

কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮ মিটার গভীরতায় ডুবে যাওয়া নৌকার একেবারে তলানীতে থাকায় পাঁচ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

সান্তা বারবারা কাউন্টি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মৃতের সংখ্যা ছয়জন বলে প্রচার করা হলেও পরবর্তীতে এপির রিপোর্টের ভিত্তিতে তারা মৃতের সংশোধিত সংখ্যা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছে।

আগুন ক্যালিফোর্নিয়া নৌকা যুক্তরাষ্ট্র সান্তাক্রুজ দ্বীপ