চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু
৩ সেপ্টেম্বর ২০১৯ ১৮:১১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত দু’জনের মৃত্যু হলো।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এই রোগীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মৃত বিপ্লব দাশ (২৫) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী গ্রামের সন্তোষ দাশের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. ইমন দাশ সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন।
পরে হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে জানান, সোমবার (২ সেপ্টেম্বর) ডেঙ্গু আক্রান্ত বিপ্লবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে তাকে পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে নিয়ে যান। কিন্তু তার অবস্থার অবনতি হলে দুপুরে তাকে আবারও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে, গত ৩১ আগস্ট নগরীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় বাদশা মোল্লা (৫৬) নামে একজনের মৃত্যু হয়।
সিভিল সার্জন অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, গত জানুয়ারি থেকে চলতি আগস্ট পর্যন্ত চট্টগ্রামে প্রায় এক হাজার ৩০০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।