Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জে রতন হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড


৪ সেপ্টেম্বর ২০১৯ ০১:৫৮

মানিকগঞ্জ: মানিকগঞ্জে রতন হত্যা মামলায় দুই জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহানা হক সিদ্দীকি। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে আসামিদের উপস্থিতিতে বিচারক এই রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালে ৯ মার্চ রাতে মানিকগঞ্জ সদর উপজেলার হিজুলী গ্রামে বিশু মিয়ার ছেলে বসুন্ধরা স্টিল মিলের শ্রমিক রতন (২২) খুন হয়। রতনের মোবাইলের সূত্রে ধরে মানিকগঞ্জ সদর উপজেলার চরহিজুলী গ্রামে মোজাফরের ছেলে মাসুদ ও বগুড়া জেলার তারাকান্দি গ্রামের বদিউজ্জামানের ছেলে ছানোয়ারকে ২০১০ সালে ৫ মে গ্রেফতার করে পুলিশ। আসামিরা রতনকে হত্যা করা কথা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

বিজ্ঞাপন

আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসামিরা জানান, ব্যক্তিগত শত্রুতার জেরে মোবাইল ফোনে রতনকে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে সঙ্গে নিয়ে আসামিরা সদর উপজেলার দেড়গ্রাম এলাকায় ধলেশ্বরী নদীর পাড়ে একটি ভুট্টা খেতে নিয়ে যায়। সেখানে গলায় গামছা পেঁচিয়ে হত্যার পর রতনের মোবাইল ফোন নিয়ে যায় তারা।

২০১০ সালে ১০ মার্চ সদর থানায় মামলাটি দায়ের করেন রতনের বাবা বিশু মিয়া। মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালিন পুলিশের উপ-পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম আসামি মাসুদ ও ছানোয়ারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতে মোট ১৪ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করে এপিপি মথুর নাথ সরকার ও আসামি পক্ষে আনোয়ার হোসেন।

মানিকগঞ্জ মৃত্যুদণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর