‘জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু অনেক বেশি শক্তিশালী’
৪ সেপ্টেম্বর ২০১৯ ১৫:২৬
ঢাকা: জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু অনেক বেশি শক্তিশালী বলে মনে করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু অমর, তাকে হত্যা করা হয়েছে ঠিকই কিন্তু তার আর্দশকে কখনো মুছে ফেলা যাবে না। বঙ্গবন্ধু জীবিত অবস্থায় যতটা শক্তিশালী ছিলেন, নিজের আদর্শের কারণে মৃত্যুর পর তিনি আরও বেশি শক্তিশালী হয়েছেন। বঙ্গবন্ধুর কন্যা তার বলিষ্ঠ নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’
বুৃধবার (৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘মুক্তিযোদ্ধা জনতার সম্প্রীতি বাংলাদেশ’ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় মন্ত্রী এসব কথা বলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের রক্ষা করতে তৎকালীন সরকার ‘ইনডেমনিটি অধ্যাদেশ’ জারি করেছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালের ২৬ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদ এ ইনডেমনিটি (দায়মুক্তি) অধ্যাদেশ জারি করেন। সাথে খুনিদের দেশ ত্যাগের সুযোগ করে দেন তিনি। আর এসবের পেছনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান।’
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ‘মুক্তিযোদ্ধা জনতার সম্প্রীতি বাংলাদেশ’ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইব্রাহিম খলিল, সংগঠনের সদস্য সচিব মুক্তিযোদ্ধা জি কে বাবুল, সদস্য নুরুল ইসলাম প্রমুখ।
আ ক ম মোজাম্মেল হক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী