Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন চেয়ারম্যান রওশন, জাপার একাংশের ঘোষণা


৫ সেপ্টেম্বর ২০১৯ ১২:৫৪

ঢাকা: এবার জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে রওশন এরশাদের নাম ঘোষণা করল দলটির একাংশ। এক্ষেত্রে সদ্যপ্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ ঘোষিত বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরকে পার্টির কো-চেয়ার‌ম্যান হিসেবে থাকার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া মশিউর রহমান রাঙ্গাঁই থাকছেন জাপার মহাসচিব।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেগম রওশন এরশাদের গুলশানের বাসায় ডাকা সংবাদ সম্মেলনে দলের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে রওশন এরশাদ ছাড়াও পার্টির প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু এমপি, আবদুস সবুর আসুদ, গোলাম কিবরিয়া টিপু এমপি ও সোহলে রানা এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন: জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের: এরশাদ

সংবাদ সম্মেলনে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে রওশন এরশাদের নাম ঘোষণা করা হলো। আর মহাসচিব হিসেবে থাকছেন মশিউর রহমান রাঙ্গাঁই। তবে আগামী ছয় মাসের মধ্যে জাপার কেন্দ্রীয় কাউন্সিল করা হবে।’

‘পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের তাহলে কোন পদে থাকবেন?’- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘তাকে আগের কো-চেয়ারম্যান পদেই থাকার জন্য অনুরোধ করা হলো।’

এর মধ্য দিয়ে জাতীয় পার্টির আবারও ভাঙনের মুখে পড়ল কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পার্টি ভাঙার কোনা সম্ভাবনা নেই। আর জাপার চেয়ার‌্যমান হিসেবে জিএম কাদেরের নাম ঘোষণার যে চিঠি পল্লীবন্ধু দিয়ে গেছেন, তা নিয়ে সংশয় রয়েছে। ’

এছাড়া সংবাদ সম্মেলনে রওশন এরশাদ বলেন, ‘আপনারা সদ্যপ্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের জন্য দোয়া করবেন।তিনি অনেক কষ্ট করে পার্টি গড়ে তুলেছেন।আমি চাই সেই পার্টিটা ভালেভাবে চলুক। যারা পার্টি ছেড়ে  চলে গেছেন মান-অভিমান ভুলে তারা ফিরে আসুক। আমরা সবাই মিলেমিশে জনগণের সেবা করব।’

বিজ্ঞাপন

‘দল কি ফের ভাঙনের মুখে পড়তে যাচ্ছে?’ এমন প্রশ্নের জবাবে রওশন জানান, পার্টি এই বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন।

জাপা চেয়ারম্যান নাম ঘোষণা রওশন এরশাদ

বিজ্ঞাপন
সর্বশেষ

সিনিয়র সাংবাদিক বদিউল আলম আর নেই
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩১

সম্পর্কিত খবর