Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এফআর টাওয়ারে আগুন: সাবেক ইমারত পরিদর্শক আওরঙ্গজেবের জামিন


৫ সেপ্টেম্বর ২০১৯ ১৮:১৮

ঢাকা: রাজধানীর বনানীতে এফআর টাওয়ারের নকশা জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক ইমারত পরিদর্শক মো. আওরঙ্গজেব সিদ্দিকী (নান্নু) আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালতে আত্মসমর্পণের জামিনের আবেদন করেন। বিচারক শুনানি শেষে আওরঙ্গজেব সিদ্দিকীকে ২০ হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন।

বিজ্ঞাপন

এদিন আওরঙ্গজেব সিদ্দিকীর পক্ষে শুনানিতে অংশ নেওয়া আইনজীবীদের মধ্যে ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম ও ঢাকা বারের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান। অন্যদিকে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে জামিন আবেদনের বিরোধিতা করেন আইনজীবী মোশাররফ হোসেন কাজল ও মাহমুদ হোসেন।

আসামি পক্ষের আইনজীবীরা শুনানিতে বলেন, এই মামলায় অন্য আসামিরা জামিনে রয়েছে। তাছাড়া আওরঙ্গজেব এ নথিতে সই করেননি। জামিন পেলে জামিনের কোনো শর্ত আসামি ভঙ্গ করবেন না উল্লেখ করে জামিন চান তারা।

আদালত উভয় পক্ষের ব্ক্তব্য শেষে ২০ হাজার টাকা মুচলেকায় এই মামলার শুনানির পরবর্তী তারিখ পর্যন্ত আওরঙ্গজেবের জামিন মঞ্জুর করেন।

চলতি বছরের ১৬ জুলাই উচ্চ আদালত থেকে আওরঙ্গজেব সিদ্দিকী ছয় সপ্তাহের জন্য জামিন পেয়েছিলেন। এ সময়ের মধ্যে বিচারক তাকে নিন্ম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, এ ভবনের জমির মালিক প্রকৌশলী এস এম এইচ আই ফারুক, টাওয়ারের বর্ধিত অংশের মালিক তাসভিরুল ইসলাম, রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান ওরফে মুকুল এবং এফ আর টাওয়ার বিল্ডিং ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অসৎ উদ্দেশ্যে আর্থিক সুবিধার লোভে নির্মাণ বিধিমালা না মেনে চরম অবহেলা ও তাচ্ছিল্যপূর্ণ কার্যকলাপের ফলে এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

অভিযোগে আরও বলা হয়, ১৯৯৬ সালের এফ আর টাওয়ারের নকশা অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত নকশা ভবনের উচ্চতা ১৮ তলা, যদিও নির্মাণ করা হয়েছে ২৩ তলা। পরে ২০০৫ সালে এফ আর টাওয়ারের মালিকপক্ষ রাজউকের কাছে আরেকটি নকশা জমা দেয়। ১৯৯৬ সালে মূল যে নকশা রাজউক অনুমোদন দিয়েছিল, তার সঙ্গে নির্মিত ভবনটির অনেক বিচ্যুতি রয়েছে।

এফআর টাওয়ারে আগুন লাগার ঘটনায় বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মিল্টন দত্ত বাদী হয়ে দণ্ডবিধির ৪৩৬/৩০৪(ক)/৪২৭/১০৯ ধারায় মামলা করেন।

বনানীর এফআর টাওয়ার নির্মাণে দুর্নীতির অভিযোগে রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ূন খাদিম, এফআর টাওয়ারের মালিক এসএম ফারুক, রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী মুকুলসহ ২৫ জনের বিরুদ্ধে আলাদা আলাদা দুইটি মামলা দায়ের করেছে দুদক।

গত ২৮ মার্চ দুপুরে বনানীর ওই ভবনের অষ্টম তলায় আগুন লাগে। দীর্ঘ ৬ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ২৬ জন প্রাণ হারান।

ইমারত পরিদর্শক এফআর টাওয়ার এফআর টাওয়ারে আগুন মো. আওরঙ্গজেব সিদ্দিকী (নান্নু) রাজউক রাজউকের সাবেক ইমারত পরিদর্শক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর