Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানী থেকে সব ধরনের গ্যাং নিশ্চিহ্ন করা হবে: ডিএমপি কমিশনার


৭ সেপ্টেম্বর ২০১৯ ১৩:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীতে কোনো বাহিনী বা গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না বলে হুশিয়ারি দিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, কিশোর গ্যাং, বড় গ্যাং কিংবা স্থানীয় গ্যাং নামের কোনো শব্দ ঢাকা শহরে থাকবে না। সবগুলোকে নিশ্চিহ্ন করা হবে।’

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর হোসাইনী দালানের ইমামবাড়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মহররমের মিছিলে প্রতিবছর কিশোর গ্যাংয়ের কারণে বিশৃঙ্খলা হয়। তাদের বিষয়ে পুলিশের কোনো পদক্ষেপ থাকবে কি না। জানতে চাইলে ডিএমপির কমিশনার কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘কিশোর গ্যাং, বড় গ্যাং কিংবা স্থানীয় গ্যাং যাই বলি ঢাকার শহরে এসব গ্যাং বলে কোনো শব্দ থাকবে না। সবাইকে নিশ্চিহ্ন করা হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘গ্যাং কালচারের বিরুদ্ধে ডিএমপি শূন্য সহিষ্ণু নীতি অবলম্বন করেছে। ঢাকায় কোনো গ্যাং থাকবে না। এমনকি কাউকে মিছিলে নাশকতাও করতে দেওয়া হবে না।’

উল্লেখ্য, ৬ অক্টোবর, শুক্রবার রাতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে কিশোর গ্যাংয়ের ১১০ জন সদস্যকে আটক করা হয়েছে। এছাড়া এলাকার স্থানীয় সহিংসতা বন্ধে ইতোমধ্যে র‍্যাব পুলিশ মোহাম্মদপুর-মিরপুরে অভিযান চালিয়ে মোট তিন শতাধিক সদস্যকে আটক করেছে। সবশেষ কিশোর গ্যাং সদস্যদের আঘাতে মোহাম্মদপুরে এক কিশোর নিহত হয়েছে।

সারাবাংলা/এসএইচ/এমআই

গ্যাং মহররম রাজধানী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর