Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এমপি-মন্ত্রীসহ শোকজ পাওয়া ১৫০ বিদ্রোহীর তালিকা প্রকাশ রোববার’


৭ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৫২

ঢাকা: উপজেলা পরিষদের নির্বাচনে বিদ্রোহীদের মদদদাতা এমপি-মন্ত্রীসহ ১৫০ জনের বিরুদ্ধে রোববার থেকে শোকজ নোটিশ ইস্যু হবে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও প‌রিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (৭ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনী‌তিক কার্যালয়ে দলের যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে সাধারণ সম্পাদকের বৈঠক হয়। সেখানে এ সিদ্বান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

বৈঠক শেষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘উপজেলা পরিষদের নির্বাচনে যারা বিদ্রোহী ছিল, তাদের শোকজের সিদ্ধান্ত আগে থেকেই ছিল। আজকে সেটা বাস্তবায়নের প্রসেস কিভাবে দ্রুত করা যায়, সেটা আলোচনা করেছি। আগামীকাল থেকে ১৫০ জনের মতো শোকজ নোটিশ ইস্যু হবে। শোকজের জবাবের জন্য তিন সপ্তাহ সময় দেওয়া হবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ‘এমপি-মন্ত্রী যারা মদদদাতা তারাও শোকজ পাবেন।’ তবে তাদের নাম প্রকাশ করতে চাননি ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘মদদদাতাদের মধ্যে কেন্দ্রীয় নেতাও থাকতে পারেন। যাদের বিরুদ্ধে বিদ্রোহ ও মদদ দেওয়ার অভিযোগ আছে, তারা সবাই শোকজ পাবেন।’

‘বিএনপি না আসলেও নির্বাচন উৎসবমুখর করার জন্য প্রার্থিতা উন্মুক্ত থাকবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজেই এমন কথা বলেছিলেন। তার নির্দেশনা অনুযায়ী আমরা মাঠে নেমেছি, কিন্তু এখন আবার কেনো শাস্তি দেবে?’ তৃণমূলের এমন বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদেরের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একথা বলেছেন, কোনো রেকর্ড আছে? হাওয়া থেকে বললে তো হবে না।’

গত ১৫ ফেব্রুয়ারি বলেছিলেন উল্লেখ করে প্রশ্ন করলে তিনি বলেন, ‘এটা অনেক আগের কথা।’

বিজ্ঞাপন

সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, বি এম মোজাম্মেল হক ও উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ অনেকে।

এমপি কাদের মন্ত্রী শোকজ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৮

সম্পর্কিত খবর