Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী বছর থেকেই পাবলিক ইউনিভার্সিটিতে সমন্বিত ভর্তি পরীক্ষা


৮ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৪৬

সংসদ ভবন থেকে: দেশের সব পাবলিক ইউনিভার্সিটিতে আগামী বছর থেকে সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. হারুনুর রশীদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এদিন বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। প্রথমেই প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

শিক্ষামন্ত্রী জানান, ইতোমধ্যে দেশের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে কার্যক্রম শুরু করেছে সরকার। আগামী নভেম্বরে নতুন পদ্ধতিতে ভর্তি নেওয়া হবে। সেই ধারাবাহিকতায় ২০২০ সাল থেকে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ব্যাংক ড্রাফট প্রসঙ্গে নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিলের প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ব্যাংক ড্রাফটের মাধ্যমে নেওয়া অর্থ মওকুফ করার কোনো পরিকল্পনা সরকারের আপাতত নেই।

আরও পড়ুন:
আগামী বছর থেকে বিশ্ববিদ্যালয়েও সমন্বিত ভর্তি, ইঙ্গিত উপমন্ত্রীর

পাবলিক ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর