Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসিতে আগুন: রক্ষা পেয়েছে ব্যালট ইউনিট ও ইভিএম


৯ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৫২

ঢাকা: নির্বাচন ভবনে লাগা আগুনে ব্যালট ও কন্ট্রোল ইউনিট এবং ইভিএম-এর তেমন কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবন চত্বরে আগুন লাগার স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, ‘ইসির ভবনে লাগা আগুনে ব্যালট ইউনিটগুলো তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। আমরা এখন পর্যন্ত যতটুকু দেখেছি তাতে মনে হচ্ছে, ক্যাবলের দিকে আগুন ছড়িয়েছে। যার জন্য উপরে থাকা কেবলগুলোই বেশি পুড়েছে। এছাড়া ভবনের এসিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের জন্য এবং টিম ওয়ার্কের কারণে বড় ধরনের ক্ষতির হাত থেকে আমরা বেঁচে গেছি।’

ইসিতে আগুন লাগায় রংপুরে উপনির্বাচনে ইভিএম ব্যবহারে কোনো প্রভাব পড়বে কি না জানতে চাইলে এনআইডির ডিজি বলেন, ‘রংপুরে ইভিএম ব্যবহারের চেষ্টা করব। আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছি। কমিশন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।’

তিনি আরও বলেন, ‘কিছু ইভিএম তিনদিন আগে এসেছে। আগুন লাগার স্থানে সাড়ে চার হাজার সেট ইভিএম ছিল। সেগুলো বিভিন্ন রুমে রয়েছে। তবে যে রুমে আগুন লেগেছে, সে রুমের দুই মিটারের মধ্যে কোনো কন্ট্রোল ও ব্যালট ইউনিট ক্ষতিগ্রস্ত হয়নি। যেটুকু ক্ষতি হয়েছে তা পানি দিয়ে আগুন নেভানোর কারণে। পানির কারণে যাতে ব্যালট ইউনিট ক্ষতিগ্রস্থ না হয় সেই ব্যবস্থা আমরা নিচ্ছি।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, ‘বিভিন্ন নির্বাচনে যখন আমরা ইভিএম ব্যবহার করতে যাই, তখন প্রাথমিকভাবে বিএমপিএফে ডিমান্ড পাঠাই। সেই ডিমান্ড অনুযায়ী তারা আমাদেরকে সাপ্লাই করে। সাপ্লাইয়ের পর কোয়ালিটি চেকিং করি। চেকিংয়ের পর ফাইনালি আমাদের কারিগরি টিম দেখে। তারপর যেখানে নির্বাচন হবে সেই আসনের প্রতিটি কেন্দ্রের সাথে সামঞ্জস্য রেখে কোয়ালিটি চেকিং করে সেগুলো পাঠিয়ে দেওয়া হয়। এটা স্টেপ বাই স্টেপ অ্যাকশন। সেই অ্যাকশনের অংশ হিসেবেই আমরা এখানে মেশিনগুলো জমা করেছি।’

বিজ্ঞাপন

আগুন লাগার স্থানে গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্র ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সেখানে কোনো কাগজপত্র ছিল না। আগুনে ক্যাবল ও এসি পুড়েছে।

আগুন লাগার কারণ সম্পর্কে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান বলেন, ‘ওখানে কেউ বাস করে না। সেহেতু সেখানে কোনো হিটার নেই। কাজেই বৈদ্যুতিক গোলযোগ ছাড়া অন্যকিছু তো দেখছি না।

আগুন নির্বাচন কমিশন ব্যালট ও ইভিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর